নাস্তিক বলে কোন শব্দ হয় না। নাস্তিক হতে চাইলেও হওয়া যায় না। লাটাইয়ের সুতোয় টান খেয়ে ফিরে আসতে বাধ্য সে। আর সেটাই মৃত্যু। ঘুড়ি নির্দিষ্ট একটা সীমায় গিয়ে আর সুতো টানে না, তার উড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আর সেটাই মৃত্যু, সেটাই ফিরে যাওয়া। যার একটা মালিক আছে সে নাস্তিক হতে চাইলেও পারে না, হয়তো সে নিজেকে বড় জোর নাস্তিক দাবী করতে পারে। এর বেশী কিছু না। যেহেতু তাকে এক সময় মরন কে বরন করতে হয়। মরন কে প্রতিরোধ করতে পারলে তবে সে নাস্তিক দাবী করতে পারে।
স্রষ্টাকে অস্বীকার করে নাস্তিক হওয়া যায়না।
মরন কে অস্বীকার করতে পারলে নাস্তিক হতে পারে।
এ জন্যই মরন ট্রান্সফার অর্ডার এর রোধ ক্ষমতা কাউকে তিনি দেন নাই। ওখানেই রবের একত্ববাদ প্রমান করে।
একমাত্র ইবলিশ নাস্তিক হতে পেরেছে।
তবে মেকি নাস্তিক হওয়ার তিন উপায় আছেঃ
১। আপনি যে ধর্মের মানুষ সে ধর্মের কুসংস্কার নিয়ে কথা বলবেন।
২। ধর্মীয় মিথ এবং ধর্ম ব্যবসা, উগ্রবাদীতার বিরোধিতা করে সত্য কথা বলবেন।
৩। ধর্মীয় মনস্তাত্ত্বিক এবং তাত্ত্বিক বিষয়ে ভালো ধারণা নিয়ে লেখালেখি করবেন।
এই তিনটি কাজ করলে জনসাধারণ, অন্ধবিশ্বাসী, উগ্রবাদী, যুক্তি বুদ্ধিহীন লোক গুলো আপনাকে নাস্তিক বানিয়ে দিবে। কিন্তু খোদার কাছে আপনি থাকবেন আস্তিক হয়ে জ্ঞানীর মর্যাদা নিয়ে