Categories
My text

মুর্খকেই অন্ধ বলেছেন রবঃ

_______ মুর্খরা অন্ধ এবং অভিশপ্তঃ

সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান (৪০ঃ৫৮)

আর যে ব্যক্তি দূনিয়াতে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। ( ১৭ঃ৭২)

বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয়। (২২ঃ৪৬)

কিন্তু যাহারা অবিশ্বাসী কুরআন হইবে ইহাদের জন্য অন্ধত্ব। (৪১ঃ৪৪)

তাই আল্লাহ বলেনঃ আ’রদী আনিল জাহেলিন-= মুর্খদের এড়িয়ে চলুন। (৭ঃ১৯৯)

অতঃপর নবীকে লক্ষ্য করে জানিয়ে দেনঃ

যদি আমি তোমাকে অবিচলিত না রাখিতাম তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে; (১৭ঃ৭৪)

এ থেকে বুঝা যায় মুর্খ এবং অন্ধ কতটা ঘৃণিত রবের নিকট।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Powered by TranslatePress
Verified by MonsterInsights