ইয়াহুদী,খৃষ্টান,সাবেঈ,মুসলিম সবাই আহলে কিতাবী। তাওরাত,যাবুর, ইন্জীল,কোরআন যার যার আলাদা আলাদা কিতাব।
আকিদার দিক থেকে ইয়াহুদী মুসলমান কাছাকাছি।
মৌলিক পার্থক্য টা হলো:-
১) ইয়াহুদীরা একটি মাত্র কিতাব তাওরাতকে বিধান মানে।
মুসলমান দুইটি কিতাবের বিধান মানে ——
১) কোরান ২) হাদীস।
২) ইয়াহদীরা শুধু মুসা নবীর সুন্নত পালন করে।
মুসলমান দুইজন নবীর সুন্নত পালন করে।
ইব্রাহীম আঃ ও মুহাম্মদ সাঃ।
আকিকা,খতনা,কোরবানী, এমন অনেক সুন্নত ইব্রাহীম আঃ হতে গৃহীত।