কোরান একটি বিষ্ময়কর মোজেজা যা সর্বযুগের মানুষের জন্য। তার মধ্যে একটি আঙ্গুলের অপ্রভাগের ছাপ।
মানুষ গুরুত্তপুর্ণ কোন চুক্তি করতে তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে। তার কারন পৃথিবী সৃষ্টির শুরু হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং গত হয়ে গেছেন তাদের কারো আঙ্গুগুলের ছাপের সাথে কারো কোন মিল নেই। এই এক ইঞ্চি জায়গার মধ্যে ভেক্ট্রোরিয়াল কি আজব কারুকার্য বিন্যস্ত করে রেখেছেন মহান আল্লাহ। আমরা এটা সবাই জানি। কিন্তু এ কৌশলটা যে কোরান থেকেই বৃটিশ সময়ের বহু পুর্ব হতে গৃহীত হয়েছে এ কথা আমরা কজন জানি। বা কজন আলেম বলতে পারবেন? কোরান পড়তে গিয়ে এ আয়াতটি নিয়ে গভীর চিন্তা করতে গিয়ে আমি শিহরীত হয়ে পড়ি। অনেকে হয়তো আমার আগে তা খুঁজে পেয়েছেন কি না জানি না। আকর্ষণ বৃদ্ধির জন্য এখানে না উল্লেখ করে মন্তব্যে আমি প্রকাশ করবো।
আর তা এজন্য যে , “জানার ইচ্ছে এ বিষয়ে কোন সূরার কত নং আয়াতে আঙ্গুলের ছাপের এ কৌশলের বিঢয়টি খুঁজে পেয়েছেন কে কে?
” বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুর্নবিন্যস্ত করিয়া রাখিয়াছি বা করিতে সক্ষম। (আল কোরআন ৭৫:৪)
হয়তো অনেকেই আয়াতটি পড়েছেন কিন্তু মর্ম অনুধাবন করার সক্ষম হন নাই, বা এতটা গভীর চিন্তা করেন নাই।
অথচ এক খৃষ্টান পাদ্রী ১৮৭২ সালে এটির প্রথম উদ্ভাবক সাক্ষ্য আইন রচনা কালে সে কোরান থেকে এমন অনেক আয়াতের রেফারেন্সে নিয়ে সাক্ষ্য আইন বইটি রচনা করেছে।