যেদিন থেকে ধর্মকে জীবিকা হিসেবে গ্রহন করা হয়েছে, সেদিন থেকেই ধর্ম লেবাস আর আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে ডুব দিয়েছে।
ইসলামের রাজমুকুটে সকল ধর্মের আচার অনুষৃঠান যুক্ত হয়ে তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে এক বিনোদনের সার্কাসে পরিনত হয়েছে।
প্রত্যেকে তাদের স্বস্ব মতবাদ নিয়ে উৎফুল্ল চিত্তে তৃপ্তির ঢেঁকুর তুলছে। শয়তান তার এ বিজয়ে মুচকি হাসি দিয়ে চলছে।
সূরা মুমিনে তাই আল্লাহ বলেনঃ
” কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীনকে বহুধা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত।”(সূরা নম্বর: ২৩ আয়াত নম্বর: ৫৩)
উহারাই তাহারা, ‘পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে, তাহারা সৎকর্মই করিতেছে,(সূরা নম্বর: ১৮ আয়াত নম্বর: ১০৪)