আল্লার ঘর বলছো যাকে
সেথায় আল্লাহ থাকে না
ওহে কানা মওলানা
তুমি বুঝেও কেন, সত্য বল না?
যদি কাবায় গেলে খোদা মিলতো
রাসুল মিলতো মদীনায়……
হজ্জ করতে গিয়ে তাহলে
ফিরে কেউ আর আসতো না।
তোমার ব্যবসা তুমি করো
ধর্মের ঢাল সামনে ধরো
মিথ্যে কথার রোজগারে দিয়ে
আগুন ভরছ পেটখানায়
সেটা কি তুমি জান না?
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
মুমিন বান্দার কলবে আল্লাহ
কানা মোল্লায় বুঝো না …??
মসজিদ ঘরে আল্লাহ থাকে না ।
মদীনা হল ব্যবসায় লিখলেই
মদীনার গুন আসবে না
সত্যটাকে বুঝতে হলে
কোরান খুলে দেখনা…. ,
জোব্বা,টুপি লম্বা দাড়ি
তসবীহ হাতে মাথায় পাগরী
আল্লাহ আল্লাহ করে তুমি
আল্লাহ খুঁজে পাবা না
মসজিদ ঘরে আল্লাহ থাকে না
ওহে কানা কানা মাওলানা
সে কথাটা কেন বুঝ না।??