বাপ দাদা, পূর্ব পুরুষের খেয়াল খুশি মতো জীবন পদ্ধতি, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন পদ্ধতি, মোল্লা,মুরুব্বী, পুরোহিত, পন্ডিতকে অনুসরন করে সমাজ, জীবন যাপন পদ্ধতি আল্লাহর মনোনীত দ্বীন নয়। ইসলাম আসার পর এইসব বহুমাত্রীক দ্বীন গুলো বাতিল হয়েছিল। আল্লাহ বলেনঃ
আর আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ন করিয়াছি ইহার পুর্বে অবতীর্ণ কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা কর এবং তোমার নিকট যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদের কে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মত বিরোধ করতে। (৫ঃ৪৮)
Categories