Categories
My text

আল্লাহ বললেনঃ

আল্লাহ বলিলেনঃ

আমি প্রত্যেক উম্মাতের জন্যে ইবাদাতের একটি নিয়ম-কানুন নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। [১]

আর তোমরা আল্লাহর ইবাদাত কর ঠিক সে ভাবে যে ভাবে তোমাদের নির্দেশ দেয়া হয়েছে।[২]

রাসূল বলিলেন, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে।’ [৩]

অতঃপর আল্লাহ জানিয়ে দিলেনঃ

এ কুরআন তো তোমার এবং তোমার জাতীর জন্য সম্মানের বস্তু ; আর এ সম্পর্কে শীঘ্রই তোমাদেরকে জবাবদিহী করতে হবে। [৪]

কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়াইয়া ফেলিবে এবং বলে, ‘এ তো এক পাগল!'[৫]

‘আমিই আল্লাহ্, আমি ব্যতীত কোন ইলাহ্ নাই। অতএব আমার ‘ইবাদত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর। [৬]

[১] ২২ঃ৬৭ [২] ২১৯৮ [৩] ২৫৩০ [৪] ৪৩৪৪ [৫] ৬৮৫১ [৬] ২০ঃ১৪

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Also innovator of history of Islam. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Verified by MonsterInsights