Categories
My text

আরবী অনেক শব্দের সাথে পরিচিত

১) ইবাদত= মান্য করা।
২) দ্বীন= জীবন ব্যবস্থা
৩) আল’আমীন= শুধু জ্ঞানীদের
৪) আমীন= বিশ্বাসভাজন
৫) সালাম = শান্তি
৬) ইসলাম= যেখানে শান্তি বিদ্যমান
৭) মুসলিম= যারা শান্তির জন্য আত্নসমর্পণকারী
৮) ঈমান = বিশ্বাস (অন্ধভাবে)
৯) ঈমানদার = বিশ্বাসী।
১০) মুত্তাকী = যারা আত্নবিশ্বাসী (আল্লাহ সচেতন)// যারা বিশ্বাস+পরিশোধিত কর্ম করে।
১১) মুমিন= যারা পরিপূর্ণভাবে আত্নবিশ্বাসী// আল্লাহর একনিষ্ঠ বান্দা।ল//যারা মুত্তাকীদের ঈমাম।
১২) সালাত= দায়িত্ব কর্তব্য সমূহ
১৩) যাকাত= পরিশুদ্ধতা অর্জন করা
১৪) সিয়াম= বিরত থাকা (পানাহার ও অসার কথা বলা থেকে)
১৫) কালিমা= আল্লাহর বানীসমূহ (সম্পূর্ণ আল কিতাব বা আল কুরআন)
১৬) হাদিস= বানী (আল্লাহ বানীসমূহ আল্লাহর মনোনীত রাসুলের মাধ্যমে প্রচার করা হলে তখন তা হাদিস)
১৭) বয়ান= কথা বা বানীর মাধ্যমে বর্ণনা (ইনসানদের মাধ্যমে আল্লাহর বানী প্রচার করা হলে আল্লাহর সেই বানী সমূহই বয়ান)
১৮)নবী= সংবাদ বাহক।
১৯) রাসুল= বার্তাবাহক।
২০) কিতাব= লিখিত বস্তু
২১) কুরআন =যা বার বার পাঠ করা হয়।
২২) তাওরাত = আইন বা বিধান
২৩) যাবুর= খন্ড খন্ড (কিতবের অংশ)
২৪) ইঞ্জিল =সুসংবাদ ও সতর্ক বাণী (আল কিতাবের অংশ)
২৫) রুকু= মেনে নেয়া বা নত হওয়া
২৬) সিজদা= মেনে নিয়ে মনে রাখা বা মেনে চলা
২৭) জিহাদ = সর্বাত্মক প্রচেষ্টা করা
২৮) কতল= প্রতিহত করা ( প্রতিহত করার চেষ্টা করলে প্রতিরোধ বা আহত বা নিহত হতে পারে)
২৯) কালব= অন্তর, যা দিয়ে চিন্তা গবেষণা করা, স্মৃতি বা স্মরণ বা জ্ঞানভান্ডার বা জ্ঞানবুদ্ধি সংরক্ষণ করা হয়।
৩০) নাফস = অন্তর, যা দিয়ে বিবেচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
৩১) রুহ= অন্তর, যা দিয়ে আল্লাহর নির্ধারিত সময়ের জন্য আদেশ ঘটিত কাজ সম্পাদন করা হয়।
৩২) কিবলা= দিক (ভালো ও মন্দ দুটি দিক আছে)
৩৩) হজ্জ= মহা সম্মেলন
৩৪) জুমআ= একত্রিত হওয়া
৩৫) শহীদ= সাক্ষী
৩৬) কিয়াম= দাড় করানো বা প্রতিষ্ঠা করা।
৩৭) সাদাকা= দান করা
৩৮) ইউনফিকুন= ব্যয় করা।
৩৯) মাসজিদ= সিজদার স্থান বা আল্লাহর আদেশ, উপদেশ, নিষেধ, বিধান মেনে নেয়া ও বাস্তবায়নের স্থান।
৪০) মুহাম্মাদ = প্রশংসিত।
৪১) খাতাম= সীল বা অংকিত
৪২) আখির= শেষ
৪৩) হাশর= বিচার দিবস
৪৪) মিযান= ন্যায় বিচারের মানদণ্ড
৪৫) হুদা= পথ
৪৬) নাস = সাধারণ মানুষ (ঈমানদার)
৪৭) ইনসান= মধ্যম পন্থার মানুষ (মুত্তাকী)
৪৮) বাসার = উত্তম মানুষ (মুমিন, নবী, রাসুল, শহীদ, সিদ্দিক ইত

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Also innovator of history of Islam. Lives in Bangladesh, District Jamalpur.

2 replies on “আরবী অনেক শব্দের সাথে পরিচিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Verified by MonsterInsights