Categories
My text

আমিন কখন বলতে হয়? কোরান কি বলে?

আমিন অর্থ বিশ্বস্তঃ লাকি রংপুর ০৩

১ সূরা আল আরাফ (الأعراف), আয়াত: ৬৮

أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين

উচ্চারণঃ উবালিলগুকুম রিছা-লা-তি রাববী ওয়া আনা-লাকুম না-সিহুন আমীন।

২ সূরা ইউসুফ (يوسف), আয়াত: ৫৪

وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين

অর্থঃ আর রাজা বললেন — “তাঁকে আমার কাছে নিয়ে এস, আমি তাঁকে আমার নিজের জন্য একান্তভাবে গ্রহণ করব।” সুতরাং তিনি যখন তাঁর সাথে আলাপ করলেন তখন বললেন — “আপনি আজ নিশ্চয়ই হলেন আমাদের সমক্ষে সুপ্রতিষ্ঠিত, বিশ্বাসভাজন।”

৩ সূরা আশ শুআরা (الشّعراء) ২৬ঃ-১০৭
إني لكم رسول أمين

উচ্চারণঃ ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ “আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল

৪ সূরা আশ শুআরা (الشّعراء)২৬ঃ-১২৫

إني لكم رسول أمين

উচ্চারণঃ ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ “আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

৫ সূরা আশ শুআরা (الشّعراء)২৬ঃ-১৪৩

إني لكم رسول أمين

উচ্চারণঃ ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ “আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল

৬ সূরা আশ শুআরা (الشّعراء)২৬ঃ- ১৬২

إني لكم رسول أمين

উচ্চারণঃ ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ “আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

৭ সূরা আশ শুআরা (الشّعراء)২৬ঃ-১৭৮

إني لكم رسول أمين

উচ্চারণঃ ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ “আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

৮ সূরা আন নম্‌ল (النّمل)২৭ঃ-৩৯

قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين

উচ্চারণঃ কা-লা ‘ইফরীতুম মিনাল জিন্নি আনা আ-তীকা বিহী কাবলা আন তাকূমা মিম মাকা-মিকা ওয়া ইন্নী ‘আলাইহি লাকাওওয়িয়ুন আমীন।

অর্থঃ জিনদের এক জোয়ান বললে — “আমি এটি আপনার কাছে নিয়ে আসব আপনার আসন ছেড়ে ওঠবার আগেই, আর আমি অবশ্যই এ ব্যাপারে বিশেষ ক্ষমতাবান, বিশ্বস্ত।”

৯ সূরা আল কাসাস (القصص)২৮ঃ- ২৬

قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين

উচ্চারণঃ কা-লাত ইহদা-হুমা-ইয়াআবাতিছ তা’জিরহু ইন্না খাইরা মানিছতা’জারতাল কাবিইয়ুউল আমীন।

অর্থঃ মেয়ে দুজনের একজন বলল — “হে আমার আব্বা! তুমি একে কর্মচারী ক’রে নাও, তুমি যাদের নিযুক্ত করতে পার তাদের মধ্যে সে-ই সব চাইতে ভাল যে বলবান, বিশ্বস্ত।”

১০ সূরা আদ-দুখান (الدّخان)৪৪ঃ-১৮

أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين

উচ্চারণঃ আন আদ্দূইলাইইয়া ‘ইবা-দাল্লা-হি ইন্নী লাকুম রাছূলুন আমীন।

অর্থঃ এই বলে — “আল্লাহ্‌র বান্দাদের আমার নিকট ফেরত দাও, নিঃসন্দেহ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত বাণীবাহক,

১ সূরা আল ইমরান (آل عمران)৩ঃ-৯৭

فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين

উচ্চারণঃ ফীহি আ-য়া-তুম বাইয়িনা-তুম মাকা-মুইবরা-হীমা ওয়া মান দাখালাহু কা-না আমিনাওঁ ওয়ালিল্লা-হি ‘আলান্না-ছি হিজ্জুল বাইতি মানিছতাতা-‘আ ইলাইহি ছাবীলাওঁ ওয়া মান কাফারা ফাইন্নাল্লা-হা গানিইয়ুন ‘আনিল ‘আ-লামীন।

অর্থঃ এতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী — মক্কামে ইব্রাহীম; আর যে কেউ এখানে প্রবেশ করবে সে হচ্ছে নিরাপদ, আর আল্লাহ্‌র উদ্দেশ্যে এই গৃহে হজ করা মানবগোষ্ঠীর জন্য আবশ্যিক — যারই সেখানকার পাথেয় অর্জনের ক্ষমতা আছে। আর যে অবিশ্বাস পোষণ করে — তাহলে নিঃসন্দেহ আল্লাহ্ সমস্ত সৃষ্ট জগতের থেকে স্বয়ং-সম্পূর্ণ।

২ সূরা আল হিজর (الحجر)১৫ঃ- ৪৬

ادخلوها بسلام آمنين

উচ্চারণঃ উদখুলূহা-বিছালা-মিন আ-মিনীন।

অর্থঃ তোমরা এতে প্রবেশ কর শান্তিতে ও নিরাপত্তায়।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Powered by TranslatePress
Verified by MonsterInsights