একটি হাদীস জানা থাকলে তা পৌছানোঃ
কুতায়বা (রহঃ), আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল (সাঃ) এর সঙ্গে তাঁর কোনো একজন স্ত্রী ইতিকাফ করেছিলেন। তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তাঁর নীচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন।
সহি বুখারী ইফা কতৃক প্রকা: হাদীস নং ৩০৪।