আমাদের এক ঘেয়েমি স্বভাবের কারণে আমরা সুবিধাজনক আয়াত প্রচার করি আর অনেক আয়াত বাদ দেই। অথচ, ঈমাম বা নেতা নিয়ে আল কুরআনে আরও বহু আয়াত আছে যা দিয়ে প্রনাণ হয় যে, মানুষও ঈমাম বা নেতা হবে। তাদের পরিচয় পাওয়া যাবে ছালাত, যাকাত ও ছদাকার মাধ্যমে। সম্পদ না দেওয়ার জন্য যখন যাকাত শব্দের অর্থ ঘুরিয়ে দেওয়া হয় তখন কেউ আর কাউকে বিশ্বাসও করতে পারে না।
.
ঈমাম অর্থ ঈমাম বা নেতা (মানুষ) 25:74.
.
ঈমাম অর্থ নেতা (মানুষ) 32:24.
.
ঈমাম অর্থ নেতা (মানুষ) 21:73.
.
ঈমাম অর্থ নেতা (মানুষ) 2:124.
.
ঈমাম অর্থ নেতা (মানুষ) 28:5.
.
ঈমাম অর্থ নেতা (মানুষ) 28:41.(ফেরাউন)
.
ঈমাম অর্থ নেতা ৯:১২ কাফেরদের নেতা♦
.
ঈমাম অর্থ তাওরাত 11:17.
.
ঈমাম অর্থ তাওরাত 46:12.
.
ঈমাম অর্থ কিতাব, কুরআন বা আমলনামা 17:71.
.
ঈমাম অর্থ কিতাব 36:12. (লাউহে মাহফুজের কিতাব)
.
ঈমাম অর্থ পথ 15:79 মানুষের হাটার রাস্তাও ঈমাম
.
ছাইয়্যেদ অর্থ নেতা 3:39.
.
ছাইয়্যেদ অর্থ নেতা 33:67.
.
উলিল আমর অর্থও নেতা 4:59. no অনুবাদ।
.
আল ক্বুরআন নিজেই পথপ্রদর্শক 2:185. ঈমাম যেমন পথ দেখায় তেমন ক্বুরআনও পথ দেখায়, তাই ক্বুরআনও ঈমাম বা নেতা।
.
আরবী ডিকসেনারী মতে আমীর অর্থও নেতা।
.
আসলে আমরা কেউ কারও প্রতি সদয় না। নেতার আনুগত্য ছাড়া আমরা সবাই আল্লাহর কাছে ধরা পরে যাব। কারণ, নেতার আনুগত্য ছাড়া আল কুরআন নামক নেতার বাস্তবায়ন হয় না। আমরা সকলে একত্রীত হলে নেতার প্রয়োজন হবে। যাকাত ও ছদাকাও নেতা ছাড়া হবে না। এ কথাগুলোর যতেষ্ঠ প্রমাণ রয়েছে আল কুরআনে।
Categories