আমার পৃথিবী ০১/০২/২২
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
নিস্তব্ধ শান্ত পৃথিবী
একাকীত্তের
দহন যন্ত্রনা উপভোগ করতে শেখায়
আসন্ন কোন পথ যাত্রার।
বুকটা দূরু দূরু করে
এপাশ ওপাশ ফিরে
আবার প্রভাত আসে
নিয়মের গতিতে
কোলহল হয়ে উঠে সব
ঘুমভাঙ্গা মেমরী সারাদিন
মাথায় ধোয়ার জাল বুনে
কোন হিসাব মিলে না
আবার সন্ধা ঘনিয়ে আসে
মাঝরাতে ঘুম ভাঙ্গাতে
একাকীত্তের অভ্যেস
শিখাতে।।
সংসার যানটি এখনো আকাশ পথে
যাত্রীরা নির্ভীক বসে আছে
অবতরনের অপেক্ষায়,
তারা,জানে না
যান্ত্রীক গোলযোগটার না বলা কথা।।
একরামুল হক
( সরল বিশ্বাসে বাবা স্বাক্ষর নিয়ে কপি দিয়ে দিল। সন্ধার আগেই সড়ে থাকার কথা ভাবলেও হল না তা ১৯ এসে হাজির, মোতালেব, হজরত, সারে সাত হাজার এসব ছিল কাহেনী ঘটানোর পর্ব মাত্র। মা খুব কাতর নিজেও বেশ। পালাবার সময়টিও নেই অথচ ১৯ এর রক্ষক নিজের ছেলে। কি অদ্ভুত?) ৪৬/১০০ কখনো সত্য কখনো মিথ্যে। কে জানে কি? সব কিছু ধোঁয়াশে।