★সালাতের ওয়াক্ত ঃ-
নিশ্চয় সালাত মুমিনদের উপর ‘মাওকুতা’ (ওয়াক্ত এর মূল ভাব) নির্দিষ্ট সময়ে ফরয। (৪ঃ১০৩)
(১) সালাতুল ফজরঃ
সালাত কায়েম কর দিবসের দু’প্রান্তে এবং রাতের প্রথম অংশে –১১ঃ১১৪/২৪ঃ৫৮/২৪ঃ৩৬/৪৮ঃ৯/৩০ঃ১৭/৩৩ঃ৪২/৩৮ঃ১৮/৪০ঃ৫৫/৪১ঃ৩৮/৫০ঃ৩৯/১৭ঃ৭৮/১৮ঃ২৮/১৯ঃ১১/২ঃ১৮৭/৩ঃ৪১/৫২ঃ৪৮/৭৬ঃ২৫/২১ঃ২০/২০ঃ১৩০।
(২) সালাতুল যোহর/দুলুকিশ শামসঃ
আর অপরাহ্নে ও যুহরের সময়ে; আর আসমান ও যমীনে সকল প্রশংসা একমাত্র তাঁরই।
–৩০ঃ১৮/১৭ঃ৭৮/২ঃ২৩৮/২৪ঃ৫৮/৬২ঃ৯.
(৩)আসর/আশিয়্যাঃ
আর তুমি তাড়িয়ে দিয়ো না তাদেরকে, যারা নিজ রবকে সকাল ও আসরের সময় ডাকে, তারা তার সন্তুষ্টি চায়।
–৬ঃ৫২/৩৩ঃ৪২/৩৮ঃ১৮/৩৮ঃ৩১-৩৩/৪০ঃ৫৫/৫০ঃ৩৯/১০৩ঃ১/৩০ঃ১৮/২০ঃ১৩০/২ঃ২৩৮.
(৪)মাগরিব/আছীলঃ
তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। -৭ঃ২০৫/১৩ঃ১৫/১৭ঃ৭৮/২৪ঃ৩৬/৩০ঃ১৭/৪৮ঃ৯/৭৬ঃ২৫/৩ঃ৪১/১১ঃ১১৪/১৯ঃ১১/১৮ঃ২৮/২৫ঃ৫/৩৩ঃ৪২/২০ঃ১৩০।
(৫)এশাঃ
ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখ, এবং ‘ইশার সালাতের পর।
–২৪ঃ৫৮/১১ঃ১১৪/১২ঃ১৬/১৭ঃ৭৮/৫০ঃ৪০/৪১ঃ৩৮/৫২ঃ৪৯/২১ঃ২০/২০ঃ১৩০।
(৬)তাহাজ্জুদ/কিয়ামুল লাইল/শেষ রাত/গাসাকিল লাইল/আসহার/লাইলান ত্ববীলাঃ
আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে।
–১৭ঃ৭৯/৭৩ঃ১-৩,২০/৩ঃ১৭,১১৩/২০ঃ১৩০/৩৯ঃ৯/৫০ঃ৩৯/৫১ঃ১৮/২৫ঃ৬৪/৭৬ঃ২৬/৫২ঃ৪৯.