” হে কিতাবীগণ! ইব্রাহীম সম্বন্ধে কেন তোমরা তর্ক কর, অথচ তাওরাত ও ইন্জীল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল ? তোমরা কি বুঝ না ? ( ৩ঃ ৬৫)
(আমরা জানি তাওরাত মুসা আঃ এবং ইঞ্জিল ঈসা আঃ এর উপর প্রথম নাযিল হয়েছিল। কিন্তু কোরান স্বাক্ষী দেয় ইতিপুর্বে ইব্রাহীম আঃ এর উপরও এই তাওরাত ইন্জিল নাযিল হয়েছিল। তারই সংস্করন পরবর্তিতে মুসা ও ঈসা আঃ এর উপর পুর্নাঙ্গ নাযিল হয়েছিল।)