Categories
My text

নফসের মৃত্যু হয়, রুহের না

প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।

নাফ্স কি?

একজন মানুষের স্বভাবে নির্ধারিত তিনটি উৎসের অবস্হান পরিচয়কে নাফ্স বলে।

১ নাফসে আম্মারা – > এর বৈশিষ্ট্য হলো মানুষকে মন্দ কাজে টানিয়া নামায়, যা সীমালঙ্ঘন, সকল কাজ,জ্ঞান, রাগ পশুর মতো প্রদর্শন করে।
সুরা ১২ আয়াত ৫৪ তে এদের স্বভাব জাত কাজ গুলো বুঝা যায়

২ নাফ্সে লাউওয়ামাহ্, -> (সুরা ৭৫ আয়াত ৪,) ” আমি ঐ আত্মার শপৎ করিতেছি, যাহা সকল অপকর্ম ও সীমালঙ্ঘন কাজে নিজেকে তিরস্কার করে”। যেহেতু এটা মন্দ কাজে তিরস্কার করে সুতরাং এটি আত্মর উন্নতি ঘটায়। এবং আম্মারার উপর বিজয়ী হয়

৩ নাফ্সে মুতমাইন্নাহ -> এটা হলো সেই আত্মা যা শান্তি প্রাপ্ত। ( সুরা ৮৯ আয়াত ২৮ — ৩১) সকল মন্দ কাজ হইতে উন্নীত হয়ে বা নিজেকে উন্নত করে আল্লার কাছে থেকে প্রশংসা পেয়েছে, এতে আল্লাহ খুশি এবং সেই আত্মও খুশি।

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Also innovator of history of Islam. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Verified by MonsterInsights