………….. সনাতন ধর্মের রাসলীলা
কার্তিক মাসের পুর্ণিমা তিথীতে গোপিনীবৃন্দ আপনাপন কর্তব্যকর্ম সংসার জগত সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং স্রষ্টার চরণে নিজেদের সমর্পন করেছিলেন। এটা ছিল তাদের জন্য জুম্মার আহব্বান।
কি পুরুষ, কি নারী, সকলেরই হৃদয় বিহারী। তাঁর এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার। নিজের সঙ্গে নিজেরই খেলা। তাঁরই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা।
শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ়ভক্তি দেখে তাঁদের মনোকামনা পূরণার্থে রাসলীলা অবতরন করেন । লীলার এক পর্যায়ে গোপীরা যত গোপী তত কৃষ্ণ দেখতে পেল। শ্রীকৃষ্ণের এমন দর্শনে যখনই গোপিনীদের মন গর্ব-অহংকার জেগে বসলো, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন, তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে ‘একমাত্র আমার’ বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তাঁরা হারিয়ে ফেলেছিলেন।
তারা খুজছেন ব্যাকুল হয়ে। খুজতে খুজতে দেখতে পেলেন রাসভুমির একপ্রান্তে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। সেই সাথে আরেকটি গোপীর পায়ের ছাপ।….
পদ্মপুরাণে (৫২/১০৩-১০৫) বিষ্ণুপুরাণে (৫/১৩/১৪-৬১)
সকল ধর্মের এমন অতীত ইতিহাস গল্প রয়েছে। তাই করো ধর্মকে কটাক্ষ করে কোন মন্তব্য করতে ইসলাম সম্পুর্ণ নিষেধ করেছে। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ১৮ পারা কোরানের হাফেজ হয়ে জন্ম নিয়েছেন এটা রাসলীলার মতই যার যার বিশ্বাস।
ধর্মের উপর কপি রাইট স্ট্রাইক এপ্লাই করা হলে ধর্মীয় আচার অনুষ্টানগুলির বেশীর ভাগ সাসপেন্ডেড হয়ে যাবে, কপি পেস্টের জন্য।