ধর্মীয় বিদ্বেষনা জাগ্রত করে তুলা
প্রাচীন এক রাজনৈতিক কৌশল।
কোন জনপদের উপর শাসন কর্তৃত্ত করতে সে জনপদের অধিবাসীদের উপর ধর্মের আবেগ ছড়িয়ে দেয়া প্রাচীন রুমানীয় শাসকদের একটি কৌশল। যা আজো চলমান। আর এর প্রভাব এশিয়া মহাদেশেই প্রকট। শুধু অজ্ঞরাই না অনেক জ্ঞানী সুধীও এর ফাঁদে বন্দী। উন্নত দেশ গুলি তাই খেলাধুলা এবং ধর্মীয় বিদ্বেশনা থেকে সবসময় এড়িয়ে চলে।
Categories