ধর্ম নিয়ে পুরো গল্পটা কোন মানুষেরই জানা নাই।
মানুষ চেতনাগত ভাবে যে দুই মহা-অজ্ঞতার (মানে জন্ম পূর্ব এবং মৃত্যু পরবর্তী) মাঝে নিজেকে এই জগতে পায়, সেই দুই মহাঅজ্ঞতা হতেই সকল ধর্ম ও জীবন দর্শনের উৎপত্তি।
ফার্সি ভাষায় লিখিত কোন এক কবির এমন কয়েকটা লাইন আছে কবিতার, যার মর্মার্থ এমন:
জীবন যেন এমন একটা বইয়ের মাঝখানের কয়েকটা পৃষ্ঠা, যে বইয়ের প্রথম ও শেষ পৃষ্ঠাগুলো হারিয়ে গেছে, আর মানুষ আত্মচেতনায় উন্নীত হওয়ার পর হতে সেই পৃষ্ঠাগুলোই যেন খুঁজে বেড়াচ্ছে।
জীবন নামক বইয়ের হারিয়ে যাওয়া প্রথম ও শেষ পৃষ্ঠা গুলোর অনুসন্ধানই যেন ধর্মের লক্ষ্য।
যাহারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল।
مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ (সূরা ৩০, আয়াত ৩২)