ফরজ – সুন্নত – নফল
আল্লাহ কোরআনে বলেছেন, একটা প্রজন্ম সালাতকে নষ্ট করবে তাই অনেক নবী সালাতে কায়েম থাকার প্রার্থণা জানিয়েছেন।
আমরাই সেই প্রজন্ম যারা সালাতকে রাকাত, সময়, ফরজ, ওয়াজিব, সুন্নত বা দিন ভিত্তিক ভাগ করে ফেলেছি। আল্লাহর আদেশ জানার মাধ্যম এখন আমাদের কাছে বির্তকের বিষয় — হাত কই বাধবো, আমিন আস্তে না জোড়ে,ওযু আছে না নাই,কাপড় পাক না নাপাক, কিবলা ঠিক আছে না নাই, তেলাওয়াত সহীহ নাকি ভুল।
তাই এই প্রজন্ম নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা খুটিয়ে খুটিয়ে জানলেও, আল্লাহর আদেশ জানে না।
শয়তান এত শর্তজুড়ে দিয়েছে সালাতের সাথে যাতে আপনি আল্লাহর আদেশ জানার চাইতে এই সকল শর্ত পালনে ব্যস্ত থাকেন।
তাই তো আল্লাহ বলেন:
উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীরা, তাহারা সালাত নষ্ট করিল ও লালসা-পরবশ হইল। সুতরাং উহারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করিবে, (সূরা মারইয়াম আয়াত ৫৯)