মানুষ প্রার্থনা করে আল্লাহ যা নির্ধারন করে রেখেছেন তা নিজের মত করে পরিবর্তন করার জন্য ।
✅ প্রকৃত আল্লাহর কাছে কিছু চাইতে নাই, বরং নিজের সবকিছু লুটাতে হয়।
আল্লাহ কাউকে কিছু দেয়না, বরং আল্লাহ সবকিছু ছিনিয়ে নেয়। তাই প্রার্থনা সাহসীদের জন্য, লোভীদের জন্য তা মিথ্যে ” সান্ত্বনা।”
যা পুর্ব নির্ধারিত তার বিন্দু মাত্রও পরিবর্তন হবার নয়।