فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَ كُنْ مِّنَ السّٰجِدِیْنَۙ
(15:98)
(ফাছাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাছ সাজিদিনা)
অনুবাদ: সুতরাং পবিত্রতার সাথে তোমার রবের মহিমা ও প্রশংসা কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।
শব্দার্থ: فَسَبِّحْ = সুতরাং পবিত্রতা ঘোষণা করো, بِحَمْدِ = প্রশংসা সহ, رَبِّكَ = তোমার রবের, وَكُنْ = এবং হও, مِنَ = অন্তর্ভুক্ত, السَّاجِدِينَ = সিজদা কারীদের ,
وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ (55:6)
(ওয়ান্নাজমু ওয়াসসাজারু ইয়াছজুদান)
অনুবাদ: এবং তারকারাজি ও গাছপালা উভয়ই সিজদা রত।
শব্দার্থ: وَالنَّجْمُ = এবং তারকা, وَالشَّجَرُ = এবং গাছপালা, يَسْجُدَانِ = উভয়ে সিজদারত,
উভয় আয়াতে আরবী শব্দ سْجُدٰ (সিজদা) রয়েছে।
একটিতে السّٰجِدِیْنَۙ সাজিদিন অন্যটিতে يَسْجُدٰنِ ।
শব্দ দুটির Root / মুল ( জিনস) একই سْجُدٰ ।
সুতরাং উভয় আয়াতে سْجُدٰ সিজদা এর অর্থ একই বুঝানো হয়েছে।
এবার আপনি سْجُدٰ সিজদার সঠিক বাংলা অনুবাদ নির্ণয় করুন নিজ থেকে।
Pledge to obey the commandments of the Lord
যার Physical রুপ মাথা নত করা।
তাই পাহাড়-পর্বত,পাখীরাও সিজদা করে।