মাযহাব ছিল ৪, হয়ে গেছে লক্ষ
প্রত্যেকের নিজ চিন্তা প্রকাশের স্বাধীনতা যেমন আছে, তেমনি কারো চিন্তা গ্রহণ বা বর্জন করার স্বাধীনতাও আছে, আবার তার চিন্তা ও বিশ্বাসকে কলম দ্বারা প্রতি উত্তর দেয়ার স্বাধীনতাও আছে।
কিন্তু একজন মানুষ আমার চিন্তা বা বিশ্বাসের সাথে একমত নয়, বা কারো চিন্তা বা বিশ্বাস আমার বা কারো মতানুসারে “শুদ্ধ” নয় বলে তাকে খোদা প্রদত্ত মাতৃভূমির অধিকার, জীবনের অধিকার কেড়ে নেয়ার স্বাধীনতা কারো নাই।
যদি এই স্বাধীনতা কাউকে দেয়া হয়, তবে প্রতিটি ভিন্ন মত, চিন্তা বা বিশ্বাস অন্য কোন মত, চিন্তা বা বিশ্বাসকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার যথার্থতা দেয়া হবে, এবং দান উল্টে গেলে আপনার যুক্ত-ই আপনাকে দমন করার জন্য ব্যবহার করার যথার্থতা খুঁজে পাবে।
ফী আমানিল্লাহ!