আলেমদের একটি শ্রেণী নিজেদেরকে দোজগের জ্বালানী হিসেবে তৈরী করেছে নিজেদেরঃ
===============================
আল্লাহ যেটাকে কোরানে হারাম করেছে—আমরা তার পিছনে দৌড়াচ্ছি।
♦ A) সূরা বাকারা, আয়াত—১৭৪ :
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ —-নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে,
♦ ১) তারা জ্বলন্ত আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না,
♦ ২) আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন,
♦ ৩)না তাদের পবিত্র করা হবে,
♦ ৪)বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
কোরআনের নীচের এ আয়াতে ধর্মের কাজ করে বিনিময় নেয়াকে আল্লাহ আরো ভীষনভাবে জগন্য কাজ বলেছেন, তা দেখুন —–
♦ B) সূরা বাকারা, আয়াত—-১৭৫ :
أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
অর্থাৎ —–এরাই হলো সে সমস্ত লোক—–
♦ ১) যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করেছে এবং
♦ ২) খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আল্লাহর আযাব,
♦ ৩) অতএব, তারা নিজেরা নিজেদেরকে জাহান্নামের জ্বালানী হিসেবে তৈরী করার জন্য কতই না ধৈর্য্যের সাথে অগ্রসর হচ্ছে ।
আমাদের অধিকাংশ আলেম আল্লাহর নির্দেশ অমান্য করে হারাম খাচ্ছে, নিজেদেরকে ভয়াবহ আযাবের জন্য প্রস্তুত করছে। তারা দীনুল ইসলামকে সহজ করার পরিবর্তে জটিল থেকে জটিলতর করে তুলছেন।