রেফারেন্সঃ
কবরে মানুষ শায়িত থাকবে (ইয়াছিন-৫২,ফাতির-২২)
কবরে কোন বিচার নেই, বিচার হবে একদিনই (বাকারা-২৮১)
কিয়ামতের দিনই কেবল মানদন্ড স্থাপন হবে ৷ হিসাব তখনই ৷ এর আগে নয় ৷
সূরা আল আম্বিয়া (الأنبياء),
আয়াত: ৪৭
আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট।
আরও জানতে পড়ুন-কবরে আযাব নেই এর রেফারেন্স হিসেবে ৷
ইয়াছিন : আয়াত-৫১-৫২;
ত্বোহা- আয়াত-১০২-১০৪;
আল-মুমিন: আয়াত-৪৬;
আল-ক্বামার: আয়াত ৬-৮;
আল হাক্কাহ: আয়াত ২৫-২৭;
আন-নাবা: আয়াত ৪০;
আল-কাহফ :৪৯;
ক্বাফ: আয়াত ১৭-২৪;
ক্বামার: আয়াত ৪৬