” যাকে মুর্খতা ও অজ্ঞতা ঘিরে আছে। সে অজ্ঞদের মাঝেই চলাফেরা করে। । সে কোরআন ও সুন্নাহকে পরিত্যাগ পুর্বক নিজের ইচ্ছামত বিধি নিষেধ তৈরী করে নেয়। প্রকৃত
সে দুষিত পানি দ্বারা তৃষ্ণা নিবারন করে এবং যা অর্জন করে তা অর্থহীন। সাধারন মানুষ তাকে পরহেজগার পন্ডিত মনে করলেও আসলে সে তা নয়। সত্য জানার মানার তার আর কোন আগ্রহ থাকে না। ভ্রান্তি ও বিপথ ধর্মীয় ইবাদতে মশগুল থেকে তৃপ্তীর ঢেঁকুর তুলে, অন্য সকলকে ধর্মহীন ভাবে।
পক্ষান্তরে আল্লাহ বলেনঃ
বল, ‘আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের?’ উহারাই তাহারা, ‘পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে, তাহারা সৎকর্মই করিতেছে,(১৮ঃ ১০৩-১০৪)
৮/৬/২২ এর অনুভুতি।