Categories
My text

সূরা ইমরান ৯৯- ১০৪

সুরা ইমরান (99-104)

قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ

ক্বুল আইয়ুহাল কিতাবি _ বল হে কিতাবীগন

লিমা তাসাদ্দুনা – কেন বাধা দিচ্ছ

আন সাবিলিল্লাহে –  আল্লাহর পথে

মান আমানা — যে ঈমান আনিয়াছে

তাবগুনাহা ইয়াওজাও – উহাতে বক্রতা অন্বেষন করিয়া

ওয়া আনতুম শুহাদাও — অথচ তোমারা সাক্ষী

ওয়ামা আল্লাহু বিগাফেলিন –আল্লাহ বে-খবর নন
আম্মা তায়ামালুন —- তোমরা যা করছ তা থেকে।

বল, হে কিতাবীগণ! যে ব্যক্তি ঈমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহ্‌র পথে বাধা দিতেছ, উহাতে বক্রতা অন্বেষণ করিয়া ? অথচ তোমরা সাক্ষী। তোমরা যাহা কর, আল্লাহ্ সে সম্বন্ধে অনবহিত নন।’ 99

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ

ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু — হে ঈমান আনায়ন কারীগন

ইন তুতীউ ফারিকাম মিনাল্লাজিনা – যদি তোমরা অনুসরন কর কোন দল বিষেশের

ঊতুল কিতাবা– যাদের কিতাব দেয়া হয়েছে

ইয়ারুদ্দুকুম — তোমাদের ফিরায়ে নিবে

বায়াদা ঈমানিকুম — ঈমান আনার পর

কাফিরিন — কুফরের দিকে

হে মু’মিনগণ ! যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য কর, তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে। 100

وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ‌ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

ওয়া কাইফা তাকফুরুনা — কিভাবে তোমরা অস্বীকার করলে

ওয়া আনতুম — অথচ তোমরা এমন যে

তুতলা আলাইকুম আয়াতাল্লাহি — যখন তোমাদের নিকট আল্লাহর আয়াত তেলোয়াত করা হয়

ওয়া ফীকুম রাসুলুহু – এবং তোমাদের মাঝে রাসুল বিদ্যমান

ওয়া মাইয়াতাসি বিল্লাহি — এবং যে আল্লাহকে দৃঢ় ভাবে ধরিল

ফাক্বাদ হুদিয়া – সে হেদায়েত পাইলো

ইলা সিরাতিল মুসতাকিম — সরল সঠিক পথের দিকে

কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহ্‌র আয়াত সমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁহার রাসূল রহিয়াছে ? কেহ আল্লাহ্‌কে দৃঢ় ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে।101

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ

ইয়য়া আইয়ুহাল্লাজিনা আমানু– হে ঈমান আনায়ন কারী গন

তাকুল্লাহা হাক্কা তুকাতিহি – তোমরা আল্লাহকে যথাযথ ভয় কর যেভাবে করতে হয়

ওয়ালা তামুতুন্না –এবং তোমরা মৃত্যুবরন করো না

ইল্লা ওয়া আনতুম – যে পর্যন্ত না তোমরা হও
মুসলেমুন — আত্মসমর্পনকারী।

হে মু’মিনগণ! তোমরা আল্লাহ্‌কে যথার্থ ভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিও না। 102

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌

ওয়া আতাসিমু–এবং তোমরা শক্তভাবে ধর

বি হাব লিল্লাহে — আল্লাহ রজ্জু

জামিআঁও — সবাই একত্রে

ওয়া লা তাফাররাকু — এবং বিচ্ছিন্ন হয়ো না।

তোমরা সকলে আল্লাহ্‌র রজ্জু দৃঢ় ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না।১০৩ অংশ

وَلْتَكُنْ  مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ  عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

ওয়ালাতুকুম মিন কুনতুম উম্মাতু — তোমাদের মধ্যে এমন একদল থাকবে

ইয়াদ উঁনা ইলাল খাইরি — যারা কল্যানের দিকে ডাকবে

ওয়া ইয়াঁমুরুনা বিল মায়াঁরুফ — এবং তারা ভাল কাজের নির্দেশ দিবে

ওয়া ইয়ানহাওনা — এবং তারা নিষেধ করবে

আঁনিল মুনকারি — মন্দ কাজ হতে

ওয়া উলাইকা হুমুল মুফলিহুন — এবং ঐ সকল লোকেরাই সফলকাম।

তোমাদের মধ্যে এমন একদল হউক যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্মে নিষেধ করিবে; ইহারাই সফলকাম।104

By Ekramul hoq

I am A.K.M Ekramul hoq MA.LLB. Rtd Bank Manager & PO of Agrani Bank Ltd. I am interested writing and reading. Lives in Bangladesh, District Jamalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish
Powered by TranslatePress
Verified by MonsterInsights