উহারাই তাহারা,”পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে, তাহারা ভাল আমল করছে,
اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا (১৮ঃ ১০৪)
আল্লাযিনা দাল্লা ছাইউহুম-যাদের প্রচেষ্টা পন্ডু হয়
ফিল হায়াতিত দুনইয়া — পার্থিব্য জীবনের
ওয়া হুম ইয়াহ ছাবুম– অথচ তারা মনে করে
আন্নাহুম ইউহছুনুনা ছুন’আ–তারা ভাল কাজ করিতেছে
শব্দার্থ: الَّذِينَ = যাদের, ضَلَّ = পন্ড হয়েছে , سَعْيُهُمْ = তাদের প্রচেষ্টা, فِي = মধ্যে, الْحَيَاةِ = জীবনের, الدُّنْيَا = পার্থিব, وَهُمْ = অথচ তারা , يَحْسَبُونَ = মনে করে, أَنَّهُمْ = যে তারা , يُحْسِنُونَ = উত্তম করছে, صُنْعًا = কর্ম,