সালাত ও কোরআন;
আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর।
(২৯ঃ৪৫)
অনুবাদটিঃ আপনি সালতে দাড়ায়ে আপনার প্রতি যে ওয়াহী প্রেরণ করা হয়েছে তা তেলওয়াত করুন। নিশ্চয় সলাত অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর।
সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। (১৭ঃ৭৮)
হযরত ইব্রাহিম (২:১২৫), ঈসা(১৯:৩১), শোয়ায়েব (১১:৮৭), হযরত মুসা ও হারুন (১০:৮৭), জাকারিয়া (৩:৩৯), মারিয়াম(৩:৪৩), হযরত লোকমান (৩১:১৭)গন প্রত্যেকের নামের পাশে উল্লিখিত আয়াত মতে আদিষ্ট ছিলেন সালাতে।