সালাত শুধু মানুষের নয়,প্রতিটি প্রাণীর সালাত রয়েছেঃ
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَٰٓفَّٰتٍۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
তুমি কি দেখ না যে, আসমানে ও জমিনে যারা আছে এবং সারিবদ্ধ ভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর (তাসবীহ) গুণগান করছে? প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহ (গুণগানের) পদ্ধতি জানে। আর তারা যা করে আল্লাহ তা ভালভাবে জানেন। ( সূরা নুরঃ৪১)
উক্ত আয়তে উড়ন্ত পাখিরা কি পদ্ধতিতে صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥۗ وَٱللَّهُ সালাত ও আল্লাহর তাসবীহ আদায় করে।
মানুষ যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত আল্লাহর তাসবীহ ও সালাত আদায় করে—- উক্ত আয়াত অনুযায়ী আসমান ও জমিনের অন্যান্য প্রাণীরা কি সে ভাবেই আল্লাহর তাসবীহ ও সালাত পড়ে ? মানুষের মত পাঁচ ওয়াক্ত না কি সার্বক্ষণিক ??
আল্লাহ বলেনঃ আমি এই কুরআনে বহু বিষয় বারবার ব্যাখ্যা করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। (বনী ইসরাইল ১৭ঃ৪১)
আল্লাহ্কেই সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে এবং পৃথিবীতে যত জীবজন্তু আছে সকলেই এবং ফিরিশতাগণ। উহারা অহংকার করে না। (সূরা নহলঃ ৪৯)
সূরা নজমে আল্লাহ বলেনঃ
অতএব আল্লাহ্কে সিজদা কর এবং তাঁহারই ‘ইবাদত কর। (নাজম ৫৩ঃঃ৬২)
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۩
এবার ভাবুন আল্লাহকে কিভাবে সিজদাহ করবেন? আল্লাহকে কল্পনায় নিয়ে, না কি হিন্দু ধর্মের মত কোন মুর্তির অবায়ব রচনা করে? না কি আল্লাহর আদেশ নিষেধ পরিপালনের মধ্য দিয়ে আনুগত্য করার মধ্য দিয়ে আল্লাহকে সিজদা করা সম্পন্ন করবেন? সিদ্ধান্ত আপনার।