……………..সলাত VS নামাজ
فلا صدق ولا صلي ولكن كذب وتولي
ফালা সদ্দকা ওয়ালা ছল্লা……..
ওয়ালিকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা।
আমরা সলাতে অর্থ জানি নামাজ। নামাজ মানে কি? সেটা বলতে বললে আমতা আমতা করি। করার কথাই তো, কারণ নামাজ শব্দটা আমাদের বাংলা ভাষার নয়।
এ আয়াতটির প্রতি লক্ষ্য করলেই সলাতের সঠিক বাংলা প্রতিশব্দ উদঘাটন করা সম্ভব।
এ আয়াতে ছল্লার বিপরীতে তাওয়াল্লা আছে।
আবার সদ্দকার বিপরীতে কাজ্জাবা..
সদ্দকা – সে সত্য বলে,
ফা লা সদ্দাকা — সে সত্য বলে নাই,
ওয়া লা ছল্লা — সে সলাতও করে নাই,
ওয়ালিকিন কাজ্জাবা—বরং সে মিথ্যে বলেছে,
ওয়া তাওয়াল্লা — এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
তাওয়াল্লার বাংলা শব্দ মুখ ফিরেয়ে নেওয়া।
কিন্তু ছল্লার বাংলা কি?
হুজুররা ছল্লা মানে নামাজ বলেন।
নামাজ তো কোন বাংলা ভাষার শব্দ নয়। বাংলা ভাষার মানুষ বুঝবে কি করে? শব্দটি ভিন দেশীয় ভাষা থেকে ধার করা। আমাদের বাংলা ভাষার না।
তাই কোরান থেকেই ছল্লার বাংলা শব্দ বের করতে হবে।
এবার আসা যাক — যেমনঃ
হারামের বিপরীত হালাল
সদ্দকার বিপরীত কাজ্জাবা
অনুরপ ছল্লার বিপরীত তাওয়াল্লা। পরিস্কার……
তাওয়াল্লার বাংলা শব্দ যদি মুখ ফিরিয়ে নেয়া হয়।
তবে ছল্লার বাংলা শব্দ অবশ্যই হবে………. মুখোমুখি হওয়া/যোগাযোগ করা/সম্পর্ক করা বা সংযোগ স্থাপন করা।
সলাত এর বাংলা নামাজ। এই ভিনদেশী ভাষার শব্দটা ঢুকিয়ে দিয়েই কোরানের বর্ণিত সলাতকে বুঝতে সমস্যা সৃষ্টি করেছে এবং নানা রকম বিতর্ক করার সুযোগ ঘটিয়েছে।
এখন বালাগাত অনুযায়ী বাক্যে যে কোন একটি শব্দ বেছে নিন।
আল্লাহর সাথে মুখোমুখি হওয়া/ সংযোগ স্থাপন করা/ যোগাযোগ করা/ সম্পর্ক করা/ অনুসরন করার নামই সলাত।
আর এটিই হবে কোরানে বর্ণিত আরবী সলাত শব্দের নির্ভরযোগ্য বাংলা প্রতিশব্দ। যার জন্য বলা হয় মুছুল্লী। মুছুল্লী মানে যে অনুসরন করে।
সালাত শুধু মানুষের নয়,প্রতিটি প্রাণীর সালাত রয়েছেঃ
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَٰٓفَّٰتٍۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
তুমি কি দেখ না যে, আসমানে ও জমিনে যারা আছে এবং সারিবদ্ধ ভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর (তাসবীহ) গুণগান করছে? প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহ পদ্ধতি জানে। আর তারা যা করে আল্লাহ তা ভালভাবে জানেন।
সালাত যদি প্রচলিত আমাদের ধারনা মোতাবেক নামাজকে বুঝায়, তবে……
উক্ত আয়তে উড়ন্ত পাখিরা কি পদ্ধতিতে صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥۗ وَٱللَّهُ সালাত ও আল্লাহর তাসবীহ আদায় করে।
আরবী গ্রামারে অন্তত প্রাথমিক জ্ঞান না থাকলে কোরানের বাংলা অনুবাদ পড়ে সব বিষয়ে গভীর অনুধাবন কখনোই সম্ভব নয়।
কোন প্রশ্ন থাকলে বা পাঠকের দৃষ্টিতে ভুলত্রুটি পরিলক্ষিত হলে অবগত করনের অনুরোধ রইল