ভাই আবু জেহেল বাস্তবে নবীজীকে দেখেছেন, ঘুমের ঘোরে নয়। কি লাভ হয়েছে তার? বলতে পারেন তার ঈমান ছিল না… । আব্দুল্লাহ বিন উবাই তিনি মদীনা বাসী ও প্রথম দিকের ইসলাম গ্রহন কারী এবং নবীর পাশে সব সময় থাকতেন। তাকেও মুনাফেকের লিস্টে পাওয়া যায়। আর আপনি ঘুমের ঘোরে দেখলে কামিয়াবী হবেন এ আশা কি ভাবে পোষন করেন একজন দ্বীনি আলেম হয়ে আমি বুঝি না।
Categories