ঈমান আরবী শব্দ। এটি একটি শব্দ মূল। এটি হতে আরবী আমানা, ইয়ু’মিনু, ঈমানান, মু’ মিনুন শব্দাবলী গঠিত। ঈমান অর্থ সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা। ইসলামি শরিয়তের পরিভাষায় তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাসই হচ্ছে ঈমান। ঈমান অন্তরের বিষয়। এটি অন্তরে অবস্থান করে।
আকীদা আরবি শব্দ। আকদ অর্থ শক্ত গিরা বা বন্ধন।
আকীদা হল মানুষের দৃঢ় বিশ্বাস যার প্রতি তার অন্তরে শক্ত বন্ধন সৃষ্টি হয় এবং তাতে কোন প্রকার সন্দেহ ও সংশয় এর অবকাশ থাকে না।
ইসলামি পরিভাষায় আকীদা হল দ্বীনের এমন কিছু বিষয় যা প্রতিটি মুসলিমের দৃঢ় ভাবে অন্তর দ্বারা সত্যায়ন ও বিশ্বাস করা ওয়াজিব।
যেমন, চার মাজহাব স্বিকার করে নেওয়া, কথিত সিহা সিত্তাহ মেনে নেওয়া ইত্যাদি বিষয়গুলো দৃঢ় ভাবে বিশ্বাস হলো আকিদা।
যেহেতু ইমানের বিপরীতে এটি একটি ধার করা শব্দ, তাই কুরআনে বর্ণিত আল্লাহর মনোনীত শব্দ ইমান শব্দটি মুমিনরা ব্যবহার করবে এটাই স্বাভাবিক। আর মুমিনরা কুরআন বহির্ভূত কোন বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করে না। বর্তমানে একেক পিরের একেক আকিদা।একেক দলের একেক আকিদা।অর্থাৎ দল ভেদে আকিদাও ভিন্ন হয়। আর কুরআনে বর্ণিত বিষয় সমূহে ইমান সবারি প্রায় একি রকম। যদিও সেক্ষেত্রেও কিছু মত পার্থক্য দেখা যায়।তথাপিও বিশ্বাসের জায়গাটা সবার প্রায় এক রকম হওয়ায় আমাদের উচিৎ ইমান বা বিশ্বাস নিয়ে কথা বলা।আকিদা নয়। ধন্যবাদ।
2 replies on “আকীদা এবং ঈমানঃ”
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your feelings my post.