একটা ব্যাংকের চেয়ারম্যান সাহেব কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন- আপনারা এমডি সাহেবকে অনুসরণ করবেন, তার আনুগত্য করবেন, তিনিই আপনাদের আদর্শ।
এখন কর্মকর্তাগন কি এমডি সাহেবের কাপড় পরার স্টাইল, নখ কাটার পদ্ধতি, রাস্তায় হাঁটার নিয়ম, পানি পান করার কসরত শিখবে ?
না কি এমডিকে বোর্ড যে গাইড লাইন সরবরাহ করেছে তার ভিত্তিতে তাকে অনুসরণ করবে?
কোম্পানির আইন এবং নিয়মানুযায়ী এমডি সাহেবের ব্যক্তিগত বিষয়ে অনুসরণ অপরাধের শামিল। কেননা,তার ব্যক্তিগত বিষয়ে অনুসরণের কথা গাইডলাইনে উল্লেখ নেই। আর এমডি ব্যবস্থা অস্থায়ী একটি সিষ্টেম। কিন্তু গাইডলাইন চিরস্থায়ী।
আল্লাহর বিধান ঠিক একই রকম। সকল আদর্শ,অনুসরণ কুরআন ভিত্তিক। কোনো ব্যক্তি তান্ত্রিক নয়। তবুও অধিকাংশ লোক- লাউ খাওয়া সুন্নাত বলে গলা ফাঁটায়।