যদি অক্সিজেনের পরিমান দ্বীগুন হয়ে যায়।৷ অর্থাৎ বর্তমানে যা ২১℅ এটা যদি ৪২% হয় তবে কি কি সুবিধা বেশী পাব এবং অসুবিধাটা কি হবে?
সুবিধা:
১) বেশী অক্সিজেন হওয়ার কারনে প্রত্যেকটা প্রানী অনেক বেশী শক্তিশালী হয়ে যাবে
২) প্রতিটি জীব তার নরমাল সাইজের চেয়ে দ্বীগুন হয়ে যাবে। মানুষগুলো ১০-১৫ ফুট হয়ে যাব। এমন কি গাছগুলি আকাশ ছুইতে চাইবে
৩) পেট্রোল অক্টেন চালিত গাড়ী গুলো প্রায় তেল ছাড়াই চলতে সক্ষম হবে
অসুবিধা:-
১) অক্সিজেনর হার দ্বীগুন হওয়ায় সূর্যের রশ্মিও অতিমাত্রায় পৃথিবীতে আসবে। ফলে গরমের তীব্রতা এতটা বৃদ্ধি পাবে যে চারিদিকে আগুন লেগে যাবে
২) বড় বড় নির্মান গুলি ভেঙ্গে পড়তে থাকবে। কেননা অক্সিজেনের পরিমান বেশী হওয়ায় লোহাতে সহজে মরিচা ধরবে।
তাই স্রষ্টা নিখুত প্লানিং এর মাধ্যমে সব ভারসাম্য বজায় রেখেছেন।
